লালমোহনে বিনামূল্যে পাঠ্যবই বিতরন উৎসব উদ্বোধন করলেন এমপি শাওন
ভোলার লালমোহনে বছরের প্রথম দিনে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ তথা বই উৎসবের উদ্বোধন করেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
বুধবার (১লা জানুয়ারী) বেলা ১১টায় লালমোহন উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ উপলক্ষ্যে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমোহন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। প্রধান অতিথি তার বক্তেব্যে বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষা ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এনেছেন। প্রতি বছরের প্রথম দিনে কোমলমতি শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন বইয়ের গন্ধে কোমলমতি শিক্ষার্থীরা আনন্দে মেতে উঠেন।
তিনি আরও বলেন, অতীতের কোন সরকার বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পারেনি। নতুন বছরে নতুন বইয়ের স্বাদ একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারই দিতে পেরেছেন। এবছর লালমোহন উপজেলায় প্রায় সাড়ে ৮ লাখ শিক্ষার্থীকে নতুন বই দেয়া হয়েছে। সারা পৃথিবী স্বীকৃত শেখ হাসিনা সেরা রাষ্ট্র নায়ক।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, লালমোহন পৌর মেয়র হাজী এমদাদুল ইসলাম তুহিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, প্রাথমিক শিক্ষা অফিসার আইয়ুব আলী প্রমূখ।
আলোচনা সভায় সঞ্চালক ছিলেন লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম।