রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত
” শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখহাশিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সদর উপজেলার রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১লা জানুয়ারী) বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই বিতরণের মাধ্যমে এই বই উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব কবির উদ্দীন খাঁন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ব্যাক্তিবর্গ ও অভিবাবক বৃন্দ,আরো উপস্থিত ছিলেন রাজাপুর ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ আলী হাওলাদার প্রমুখ। নতুন বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে আনন্দে উদ্বেলিত হয় বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা। বছরের প্রথম দিনে দেশের সকল ছাত্র ছাত্রীদের হাতে বই তুলে দিতে সক্ষম হওয়ায় বাংলাদেশ শিক্ষামন্ত্রনালয় তথা বঙ্গবন্দু কণ্যা দেশ রত্ন শেখ হাসিনার ভুঁয়শি প্রশংসা করেন বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ।
উল্লেখ্য বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত সকল ছাত্র-ছাত্রীদের মধ্যে বিনামূল্যে বই বিতরন করা হয়।