৬৩ টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বই উৎসব পালন

মনপুরায় নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা হাজার হাজার শিক্ষার্থী

ভোলার মনপুরা উপকূলে ৬৩ টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পালন হয়েছে বই উৎসব। বুধবার সকাল সাড়ে ১০ টায় হাজিরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বই উৎসব পালন করেন। এই সময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা টিপু সুলতান উত্তর সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।


বই উৎসবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেদ মোল্লা, প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান, দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান অলিউল্লা কাজল, হাজিরহাট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, উত্তর সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইদুর রহমান, হাজিরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।
সরেজমিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরে দেখা যায়, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ছিল উপচে পড়া উপস্থিতি। বেশিরভাগ শিক্ষার্থীরা নতুন বই নিতে বিভিন্ন ডিজাইনের পোশাক পরিহিত ছিল। নতুন বই পেয়ে যেন খুশিতে আতœহারা হয়ে পড়েছেন শিক্ষার্থীরা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।