ভোলায় পুলিশের অভিযানে মহিলাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
ভোলায় ডিবি পুলিশের অভিযানে আলোচিত মাদক ব্যবসায়ী ইউনুছ ও মিনারা কে ইয়াবা ও গাঁজাসহ আটক করেছে ডিবি পুলিশ।
বুধবার (১লা জানুয়ারী) ডিবি পুলিশের ওসি শহিদুল ইসলাম এর নেতৃত্বে এস আই শংকর সংগীয় ফোর্স নিয়ে ইলিশা ৮নং ওয়ার্ডের গুপ্তমুন্সী এলাকায় অভিযান চালিয়ে আবদুল খালেক এর ছেলে ইউনুছ (৩০) কে ৮০পিস ইয়াবাসহ আটক করেন।
অন্যদিকে একই দিনে এস আই আবু জাফর অভিযান চালিয়ে ভেদুরিয়া ২নং ওয়ার্ডে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী লিটনের স্ত্রী মিনারা (২৭) কে ২৫গ্রাম গাঁজাসহ আটক করেন।
ডিবি ওসি শহিদুল ইসলাম আটকের বিষয়ে নিশ্চিত করে বলেন মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে এবং আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রক্রিয়াধীন।