ভোলার রাজাপুরে শীতার্ত জেলে ও বেদে পরিবারের মাঝে কম্বল বিতরণ
ভোলার রাজাপুরে শীতার্ত জেলে ও বেদে পরিবারের মাঝে কম্বল বিতন করেছেন ভোলা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন মশু।
বুধবার (১লা জানুয়ারি) সকাল ১১ টার দিকে ভোলার রাজাপুর ইউনিয়নে দাইয়া আশ্রায় কেন্দ্রের নদী এলাকায় ইউনিয়ন পরিষদ এর পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের দুস্থ আসহায় জেলে ও বেদে পরিবারের শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করেন তিনি।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া দরিদ্র ও অসহায় জেলে ও বেদে পরিবারের শীতার্তদের মাঝে বিতরণ করার জন্য আসা শীতবস্ত্র কম্বল বিতরণ করেন উপজেলা আঃলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন সহ রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজান খান, রাজাপুর ইউনিয়ন আঃলীগের সাধারন সম্পাদক আঃ মান্নান ইউপির সদস্যরা উপস্থিত ছিলেন।
কম্বল পেয়ে বৃদ্ধ জামাল হাওলাদার বলেন, খুব শীত করতেছিল গায়ে দেওয়ার মতন কিছু ছিলনা আমাদের শেখ হাসিনা আমাগো কম্বল দিছে হেইয়া চেয়ারম্যান স্যার আমাগো দিয়া গেছে আল্লার কাছে দোয়া করি।
কম্বল বিতরন শেষে উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন বলেন, ভোলা জেলায় সরকারী ভাবে কম্বল বিতরন শুরু হয়েছে। প্রতিটি ইউনিয়েন তালিকার মাধ্যমে শীতার্থদের মাঝে প্রধান মন্ত্রীর দেয়া কম্বল বিতরন করা হয়েছে।এই শীতে সাধারন সুস্থ-অসহায় মানুষ গুলো যেনো শীতে কষ্ট না পায় সেজন্য ভোলা সদর উপজেলা প্রশাসন সবার পাশে থাকবে।