নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত
ভোলা সদর উপজেলায় ৩৯নং নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের নতুন বই বিতরণ করা হয়েছে।
বুধবার(১লা জানুয়ারী) সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গনে এই বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নজুরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে বই বিতরণ উৎসবে ভোলা সদর উপজেলা আঃলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক ও ভোলা সদর উপজেলা পরিষদের তিন বারের সফল ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুছ, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সহকারি শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সারাদেশের কর্মসূচীর ন্যায় আজকে এই নতুন বছরে কোমলমতি কচি খোকা খুকিদের মাঝে নতুন বই বিতরণ কার্যক্রম শুরু করেছি।
১লা জানুয়ারী সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বছরে নতুন বই কেমলমতি শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া অত্যান্ত কঠিন কাজ। এই কাজ বাস্তবায়ন হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টার মনোবলেই।