আওয়ামীলীগ সরকার শিক্ষা বান্ধব সরকার ভোলায় বই উৎসবে -চেয়ারম্যান হাসান মিয়া
শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ”এই শ্লোগানকে সামনে রেখে ভোলা সদর উপজেলার ইলিশা জংশন মৌলভীর হাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাঘার হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইলিশা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় বুধবার (১লা জানুয়ারী) বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।
পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ২নং ইলিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছনাঈন আহমেদ হাসান মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইলিশা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নুরুল ইসলাম, মৌলভীর হাট মাদ্রাসার প্রভাষক একে এম রুহুল আমিন, বাঘার হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছিদ্দিক,মৌলভীর হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাহাবুব আলম,প্যানেল চেয়ারম্যান মোস্তফা মিয়াসহ শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্য চেয়ারম্যান হাছনাঈন আহমেদ হাসান মিয়া বলেন, আওয়ামীলীগ সরকার শিক্ষা বান্ধব সরকার, এই সরকার ক্ষমতায় আসার পরই শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যবই দিচ্ছে, বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছেন এটা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার অবদান।