ভোলায় অন্ধ বৃদ্ধাকে কোলে করে ভোট কেন্দ্রে নিয়ে গেলেন পুলিশ কর্মকর্তা
ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নে ৩০শে ডিসেম্বর নির্বাচনে পশ্চিম আহাম্মদ পুর ৯নং কেন্দ্রে একজন অন্ধ বৃদ্ধাকে কোলে করে ভোট কেন্দ্রে উঠিয়ে দিয়েছেন পুলিশ কর্মকর্তা। আবার বৃদ্ধ ব্যক্তি তার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া শেষ হলে আবার তিনি কোলে চড়িয়ে রাস্তায় নিয়ে দিয়েছেন। এই ছবিটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘পুলিশ অফিসারের মানবতা’ এই ধরনের পোস্ট করে পুলিশকে ধন্যবাদ জানান অনেকে।
খোঁজ নিয়ে জানা যায়, ঐ পুলিশ কর্মকর্তা হলেন ভোলার ভেলুমিয়া ফাঁড়ির ইনচার্জ আরমান হোসেন। এই বিষয়ে প্রতিবেদক কে ইন্সপেক্টর আরমান হোসেন বলেন, আমি যখন ঐ কেন্দ্রে দায়িত্বরত অবস্থায় রয়েছি তখন হঠাৎ চোখে পড়লো এই বৃদ্ধ মানুষটি অনেক কষ্ট করে লাইনে দাড়িয়ে আছে। কাছে গিয়ে শুনলাম তিনি অন্ধ, তাই নিজে কোলে করেই ভোট কেন্দ্রের দোতলায় নিয়ে গেছি।