প্রাথমিকে দেশসেরা দৌলতখান উপজেলা
ফাইল ছবি
এবার প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় ৫১০টি উপজেলা ও থানার মধ্যে প্রথম হয়েছে ভোলার দৌলতখান উপজেলা । এই উপজেলায় এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ফলাফলে শীর্ষস্থান অধিকার করেছে । এবার দৌলতখানে মোট পিইসিতে ২১৭৫ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেছেন,এর মধ্যে পাস করেছে ২১৫৩ শিক্ষার্থী –জিপিএ-৫ অর্জন করেছে ২১৮ শিক্ষার্থী এই উপজেলায় সমাপনী পরিক্ষায় পাশের হার ৯৮.৯৮ শতাংশ পেয়ে শীর্ষস্থান অধিকার করেছে । এই উপজেলায় সমাপনী পরিক্ষায় শতভাগ পরিক্ষার্থী পাস করেছে । এ ছাড়া এবার জেএসসি পরিক্ষায় অংশ গ্রহন করেছে ১৮৮৫ এর মধ্যে পাস করেছে ১৮১৯ জিপেএ-৫ পেয়েছে ১৩০ শিক্ষার্থী- পাসের হার ৯৩.৮৮ শতাংশ – এবং জেডিসি পরিক্ষায় মোট ৪৭৭ শিক্ষার্থী পরিক্ষায় বসে পাস করেছেন ৪৪০ শিক্ষার্থী এর মধ্যে ফেল করেছে ১ জন এই উপজেলায় জেডিসি পরিক্ষার পাসের হার ৯৪.১৩ শতাংশ। এ বিষয় উপজেলা প্রাথামিক শিক্ষা অফিসার মতিউর রহমান জানান, সমাপনী (পিইসি) পরীক্ষায় ৫১০টি উপজেলা ও থানার মধ্যে প্রথম অর্জন করায় আমরা প্রশংসিত । শিক্ষার গুনগত মান উন্নয়ন করার জন্য আমরা আপ্রান চেষ্টা করে যাচ্ছি, যার ফলাফল হিসেব এবারে শতভাগ শিক্ষার্থী পাস করেছে এবং আমাদের এই দৌলতখান উপজেলা সমাপনী পরীক্ষায় ফলাফলে শীর্ষস্থান অধিকার করেছে।