লালমোহনে মাসব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প এর উদ্বোধন করলেন এমপি শাওন
ভোলার লালমোহনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ তথা মুজিববর্ষকে ঘিরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাস্থ্য সেবা সাধারণ মানুষের দোড় গোড়ায় পৌছে দিতে ফ্রী মেডিকেল টিমের ব্যবস্থা করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।প্রথম দিন পৌরসভা ৬নং ওয়ার্ডের মুন্সিবাড়ী থেকে এ কার্যক্রমের শুভ সূচনা করা হয়েছে।
সোমবার(৩০ ডিসেম্বর) সকাল ৯টায় মাসব্যাপী ফ্রী মেডিকেল টিমের উদ্বোধন কালে প্রধান অতিথী এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই লাল সবুজের স্বাধীন বাংলাদেশ। পিতা মুজিবের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার প্রত্যন্ত এলাকার জনগনের মাঝে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে সর্ব প্রথম দেশের পল্লী অঞ্চলের সাধারণ মানুষের জন্য থানা পর্যায়ে চিকিৎসা সেবা পৌঁছে দেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
প্রথমদিনে অর্ধশতাধিক বাড়িতে এ কার্যক্রম পরিচালিত হয়েছে। রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হচ্ছে। ফ্রি মেডিক্যাল ক্যাম্প চলবে আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত।
অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, পৌর আওয়ামী লীগ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম বাদল, সহসভাপতি মেজবাহ উদ্দিন আরজু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মহসিন প্রমুখ উপস্থিত ছিলেন।