ভোলায় জলাতঙ্ক প্রতিরোধে কুকুর টিকাদান কার্যক্রমের অবহিতকরণ সভা
মরণব্যাধী জলাতঙ্ক রোগ প্রতিরোধে ভোলায় “ব্যাপকহারে কুকুর টিকাদান কার্যক্রম অবহিতকরণ সভা” অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে ভোলা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার ফারজানা খানম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন। অবহিতকরণ সভায় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার ইন্দ্রজীত কুমার মন্ডল, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খলিলুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার দীনেশ চন্দ্র মজুমদারসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রোগ্রামের সুপার ভাইজার মো: কামরুজ্জামান জানান, আগামী ২০২২ সালের মধ্যে বাংলাদেশ থেকে মরণব্যাধী জলাতঙ্ক রোগ নিমূল করার লক্ষ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর ও প্রাণী সম্পদ অধিদপ্তর কুকুরকে টিকাদান কার্যক্রম বাস্তবায়ন করছে। ২০২২ সালের মধ্যে দেশের প্রায় ৪ লক্ষ কুকুরকে টিকা দেয়া হবে। তিনি আরও জানান, আগামী ২ থেকে ৬ জানুয়ারি ভোলা সদর উপজেলার সকল কুকুরকে টিকা দেয়া হব। এ জন্য প্রতিটি টিমে ৫ জন করে মোট ৩৬টি টিম কাজ করবে।