তজুমদ্দিনে আড়ালিয়া মাদ্রাসায় বিশৃংখলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
লালমোহনে অসহায় শীতার্ত জনগনের মাঝে শীতবস্ত্র বিতরন করেছেন এমপি শাওন
ভোলার লালমোহনে অসহায় শীতার্ত জনগনের মাঝে শীতবস্ত্র বিতরন করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। ২৯ ডিসেম্বর ২০১৯ ইং উপজেলার কালমা ও ধলীগৌরনগর ইউনিয়নের অসহায় হতদরিদ্র জনগনের মাঝে কম্বল বিতরণ কালে প্রধান অতিথী এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, যতদিন বেচে থাকবো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আপনাদের কল্যানে কাজ করে যাবো। জন নেত্রী শেখ হাসিনার সরকার সব সময়ই অসহায় মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। তাই বিশ্ব দরবারে শেখ হাসিনা মানবতার মা হিসেবে উন্নয়নের আইডল। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম বাদল, সহসভাপতি মেজবাহ উদ্দিন আরজু, সাংগঠনিক সম্পাদক আনম শাহজামাল দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।