বোরহানউদ্দিনে মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে জমির সিমানা নিয়ে কথার কাটা-কাটিকে কেন্দ্র করে শামিম (১৬) নামে এক হাফেজীয়া মাদ্রাসার ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত ১২-১২-১৯ ইং তারিখে হামলার ঘটনাটি ঘটে। হামলায় গুরুত্বর আহত ওই মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসারত অবস্থায় মারা যায় ওই ছাত্র। এমন অভিযোগ করেছেন ছাত্রটির বাবা আলমগীর ফরাজি।
তিনি বলেন জমির সিমান বিরোধ নিয়ে একই বাড়ির রতনের ছেলে মিলন (৪২), সৈয়দ এর ছেলে তাহের (৩৫) আমার ছেলে উপর হামলা চালায়। তাদের হামলায় আমার ছেলে শামিম গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। গত ২৭-১২-১৯ ইং তারিখে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শামিমের মৃতু হয়। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ ম. এনামুল হক জানায়, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।