সর্বশেষঃ

বোরহানউদ্দিনে গ্রাম পুলিশের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের জন্য আইন শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকায় ৩ দিন ব্যাপী কোর্স ভোলার বোরহানউদ্দিনে উদ্বোধন করা হয়। রবিবার সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে এ কোর্সের উদ্বোধন করা হয়। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) মো: বশির গাজী’র সভাপত্বিতে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন থানা অফিসার ইন-চার্জ ম. এনামুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: মিজানুর রহমান, সমাজ সেবা অফিসার বাহা উদ্দিন, মুক্তিযোদ্ধা মো: শাজাহান প্রমূখ সহ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিউট (এনআইএলাজি) ঢাকা আয়োজনে এবং বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ৩ দিন ব্যাপী কোর্স শেষ হবে ৩১ ডিসেম্বর।

 

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।