আজ শনিবার(২৮ ডিসেম্বর) সকালে রাজাপুরের ৪নং ওয়ার্ডস্থ জোড়খালে বেঁদে পল্লীতে সুবিধা বঞ্চিত ১৫০ জন অসহায় শীতার্ত মানুষের তালিকা করে চেয়ারম্যান মিজান খাঁন এর ব্যাক্তিগত সহয়তায় এই কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন রাজাপুরের সমাজ সেবক মোঃ সোহেল খোকন,পারভেজ সহ স্থানীয় ব্যাক্তিবর্গ।
কম্বল বিতরণের সময় চেয়ারম্যান মিজান খাঁন বলেন, আমি খোঁজ করে এই বেঁদে, প্রতিবন্ধী, অসহায় বিধবা মানুষগুলোকে খুঁজে বের করি।
তিনি আরো বলেন এই বেঁদে পল্লীতে আমি এই বার যতটুকু পেরেছি সহযোগিতা করেছি ভবিষ্যতেও আমার আরো সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।