জন্মদিনের পার্টিতে কিশোরীকে যৌন হয়রানি পুলিশের
জন্মদিনের পার্টিতে ১৭ বছর বয়সী এক কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে ভারতের মহারাষ্ট্র পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) পদমর্যাদার এক কর্মকর্তার বিরুদ্ধে। ঘটনাটি গত জুন মাসের হলেও সম্প্রতি মামলা দায়ের করেছে কিশোরীর পরিবার।
ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক বছর আগে অভিযুক্ত ডিআইজির সঙ্গে যৌন হয়রানির শিকার কিশোরীর পরিবারের আলাপ হয়। গত ৫ জুন ওই কিশোরীর জন্মদিন ছিল। জন্মদিনের পার্টিতে আমন্ত্রিত না হলেও এসেছিলেন অভিযুক্ত পুলিশ কর্মকর্তা। সেই অনুষ্ঠানে যৌন হয়রানির শিকার হয় ওই কিশোরী।
ওই অনুষ্ঠানের একটি ভিডিও কিশোরীর পরিবারের তরফে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। সেটি খতিয়ে দেখার পরে মামলা দায়ের করা হয়েছে।
তবে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে কিশোরীর পরিবার। প্রশাসনের বিভিন্ন মহলে বারবার বিচার চাইলেও পুলিশ তাদের ফিরিয়ে দিয়েছিল।
এজন্য সম্প্রতি বিক্ষোভ দেখান কিশোরীর পরিবার ও পরিচিতরা। ফলে বিশেষ তৎপর হয় প্রশাসন। শেষ পর্যন্ত অভিযুক্ত পুলিশ কর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।
পুলিশের এক শীর্ষ কর্মকর্তা গত বৃহস্পতিবার জানান, ওই কিশোরীকে যৌন হয়রানির ঘটনায় অভিযুক্ত ডিআইজির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ফৌজদারি বিধি অনুসারে এই মামলায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সূত্র আমাদের সময়