লালমোহনে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের শাখা উদ্ধোধন

বাংলাদেশের অর্থ-সামাজিক উন্নয়ন ও তৃণমূল পর্যায়ে ব্যাংকিং সুবিধার আওতায় আনার লক্ষ্যে নিয়ে ভোলা লালমোহনে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে লালমোহন শহরের স্বপ্ন প্লাজায় এই শাখার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন লালমোহন উপজেলার চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ।
ন্যাশনাল ব্যাংক এসভিপি ম্যানেজার ভোলা জেলা শাখার ম্যানেজার আমিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লালমোহন পৌর সভার মেয়র এমদাদুল ইসলাম কবীর, লালমোহন উপজেলার ভাইস চেয়ারম্যান আবুল হোসেন রিমন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত্ব বক্তব্য রাখেন ন্যাশনাল ব্যাংক এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও চরফ্যাশন শাখার ম্যানেজার মো. ফিরোজ আলম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন মো. সরোয়ার হোসেন।
এসময় বক্তারা বলেন, গ্রাহকদের আধুনিক ও গুনগত ব্যাংকিং সেবার লক্ষ্যে ন্যাশনাল ব্যাংক সব সময় গ্রাহকদের সুযোগ সুবিধার কথা মাথায় রেখে সেবা দিয়ে আসছে। এর ফলে তৃণমূল মানুষের কাছে আস্থার ব্যাংক হিসাবে পরিচিতি লাভ করেছে। ভবিষ্যৎতে লালমোহন ব্যাবসা বানিজ্যর প্রসারে এই ব্যাংক বড় ভূমিকা রাখবে বলে জানান বক্তারা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page