চরফ্যাশন ক্যাডেট স্কুল এন্ড কলেজে বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
ভোলায় জনপ্রতিষ্ঠানসমূহে নাগরিকদের অংশগ্রহন (সিইপিআই) প্রকল্পের সভা অনুষ্ঠিত
জনপ্রতিষ্ঠানসমূহে নাগরিকদের অংশগ্রহন (সিইপিআই) প্রকল্পের প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সভা কক্ষে এই সভা অনুষ্ঠিতহয়। কোষ্টট্রাস্ট সিইপিআই প্রকল্পের ভোলা জেলা নাগরিক ফোরামের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মাহমুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আতাহার মিয়া, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা নাগরিক ফোরামের সাধারন সম্পাদক অধ্যক্ষ সাফিয়া খাতুন। এসময় জেলা মৎসকর্মকর্তা এসএম আজহারুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার মো: দেলোয়ায় হোসেন, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গির উদ্দিন আহমদ, উপজেলা নাগরিক ফোরামের সভাপতি মোকাম্মেল হক মিলন, সাধারন সম্পাদক খাদিজা আক্তার স্বপ্না, শিক্ষিকা শারমিন জাহান শ্যামলী প্রমুখ। সভায় মুল প্রবন্ধ পাঠ করেন এবং কোষ্টট্রাস্ট সিইপিআই প্রকল্পের জেলা সমন্বয়কারি এসএস তাহাজ্জুদ হোসেন।
প্রধান অতিথির বক্তবে জেলা প্রশাসক মো: মাসুদ আলম সিদ্দিক বলেন, বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে সরকারের পাশাপাশি এনজিও ও স্বেচ্ছাসেবি সংগঠনের ব্যপক ভূমিকা রয়েছে। শিক্ষা বিস্তার, দারিদ্য বিমেচন, স্বাস্থ্য সচেতনতা, বাল্য বিয়ে রোধ, নারী অধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন সামাজিক উন্নয়নে এনজিও গুলোর ব্যাপক ভূমিকা রাখছে। আগামি দিনে দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এনজিওগুলোর আরো ভূমিকা রাখতে হবে।
এসময় তিনি আরো বলেন, বর্তমান সময়ে দেখা যায় কিছু কিছুএনজিও এবং স্বেচ্ছাসেবি সংস্থাগুলো মুল কাজ না করে ছবি তোলা এবং মিটিয়েংর মধ্যে তাদের কার্যক্রম সিমাবদ্ধ রাখে। যার কারনে জনসাধারন উপকৃত হওয়া থেকে বঞ্চিতহয়। এই সমস্ত এনজিওগুলোর কারনে অনেকে এনজিও এবং স্বেচ্ছাসেবি সংস্থাগুলো পছন্দ করেননা। তাই সবাইকে সঠিকভাবে কাজ করতে হবে, যাতে জনসাধারন এনজিওগুলো থেকে উপকৃত হয়।
মুল প্রবন্ধ পাঠের সময় কোষ্টট্রাস্ট সিইপিআই প্রকল্পের জেলা সমন্বয়কারি এসএস তাহাজ্জুদ হোসেন কোষ্টট্রাস্ট সিইপিআই প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। সভায় ভোলা জেলার বিভিন্ন উপজেলা এবং ইউনিয়নের নাগরিক ফোরামের সদস্যবৃন্দ, বিভিন্ন এনজিওকর্মী, স্বেচ্ছাসেবিসংগঠন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ ও গনমাধ্যমব্যক্তি উপস্থিত ছিলেন।