ভোলায় কোস্টগার্ডের অভিযানে ৪কোটি টাকার ভারতীয় শাড়ী জব্দ

ভোলার দক্ষিণ জোন কোস্টগার্ডের অভিযানে প্রায় ৪কোটি টাকার ভারতীয় শাড়ী জব্দ করেছে কোস্টগার্ড।
২৩শে ডিসেম্বর রাতে ভোলার কাচিয়া ইউনিয়নের মাঝেরচর নামক জায়গা থেকে এই ভারতীয় শাড়ী জব্দ করা হয়।
বৃহস্পতিবার সকালে ভোলা দক্ষিণ জোন অফিসে সংবাদ সম্মেলনে কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার ওয়াসিম আকিল জাকি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৩শে ডিসেম্বর রাতে মেঘনা নদীতে এফ বি নুরানী নামক একটি ফিসিং বোট কে সন্দেহ করলে তারা কাচিয়া ইউনিয়নের মাঝেরচর নামক জায়গায় রেখে বোটের লোকজন পালিয়ে গেলে কোস্টগার্ড সদস্যরা বোট তল্লাশী চালিয়ে কাশ্মীরি শাল, থ্রী পিস বিভিন্ন প্রকল্প, বেনারসি কাতান, জর্জেট পাটি, বেলগাম কাতান শাড়ী রাজগ্রুপসহ বিভিন্ন গ্রুপের প্রায় ৪ কোটি টাকার শাড়ী জব্দ করেন।
এই শাড়ীগুলো অবৈধ ভাবে চিটাগাংসহ বিভিন্ন জায়গায় পাচার করা হয় বলে ধারণা করেছেন কোস্টগার্ড।
জব্দকৃত শাড়ীগুলো থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন অপারেশন অফিসার ওয়াসিম আকিল জাকি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।