বাংলার লিডার নামে খ্যাত তোফায়েল আহমেদের মায়ের আজ ১৩ তম মৃত্যু বার্ষিকী

(মায়ের কবরের পাশে বসে কোরআন তিলাওয়াত করছেন তোফায়েল আহেমদ)

আজ ২৫ ডিসেম্বরর। বাংলার লিডার নামে খ্যাত তোফায়েল আহমেদ এর মা মরহুমা ফাতেমা খানম এর ১৩তম মৃত্যু বার্ষিকী। ২০০৬ সালের এই দিনে ভোলার লাখো মানুষকে কাঁদিয়ে ৬৯ এর মহা নায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সবিচ, ডাকসু’র ভিপি, সফল মন্ত্রী, বাংলার লিডার নামে খ্যাত সাবেক বাণিজ্যমন্ত্রী জননেতা তোফায়েল আহমেদ এর মা ফাতেমা খানম না ফেরার দেশে চলে যান। তাই প্রতিবছর এই দিনকে নেতা বিশেষ ভাবে স্মরণ করেন। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পার্টির নেতা-কর্মী ও এলাকাবাসীকে নিয়ে কবর জিয়ারত এবং দোয়ার আয়োজন করনে। বিশেষ করে এতিমদের জন্য তৈরী করেন বিশেষ খাবার। এছাড়াও মসজিদ. মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দোয়ার আয়োজন করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page