ভোলায় ইত্তেফাক এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
দেশের ঐতিহ্যবাহী সংবাদপত্র দৈনিক ইত্তেফাক এর ৬৭ বছরে পদার্পন উপলক্ষে ভোলা প্রেস ক্লাব মিলনায়তনে প্রবীন ও নবীন সাংবাদিকদের মিলনমেলা বসেছিল। মঙ্গলবার (২৪ ডিসেম্বর ২০১৯) রাত ১২ টা ০১ মিনিটে কেক কেটে আলোচনা ও সঙ্গীত পরিবেশনের মাধ্যমে দৈনিক ইত্তেফাক এর ৬৭তম জন্মদিন উদযাপন করা হয়। দৈনিক ইত্তেফাক এর ভোলা জেলা প্রতিনিধি আহাদ চৌধুরী তুহিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি দৈনিক বাংলার কণ্ঠ সম্পাদক মো: হাবিবুর রহমান, আরটিভি প্রতিনিধি অমিতাভ অপু, সিনিয়র সাংবাদিক মোকাম্মেল হক মিলন,দৈনিক খবর পত্র প্রতিনিধি ওমর ফারুক,চ্যানেল আই প্রতিনিধি হারুন অর রশিদ,দৈনিক জনকন্ঠ প্রতিনিধি হাসিব রহমান,গাজী টিভি ও সারাবাংলা প্রতিনিধি হেলাল উদ্দিন গোলদার, মানব জমিন প্রতিনিধি মনিরুল ইসলাম,একুশে টিভি প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপু,বাসস প্রতিনিধি হাসনাইন মুন্না,ভোরের কাগজ প্রতিনিধি ইমাম হোসেন নাহিদ,এশিয়ান টিভি প্রতিনিধি অনিক আহমেদ,দৈনিক ঢাকা টাইমস প্রতিনিধি ইকরামুল আলম প্রমুখ। পরে সাংবাদিক জসিম রানার একক সঙ্গীতানুষ্ঠান উপস্থিত সকলকে বিমোহিত করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন, সাংবাদিক সোলাইমান, অমি আহমেদসহ বিভিন্ন ইলেকট্রনিকস প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা।