এনআরবিসি ব্যাংকের শাখার উদ্ভোধন কালে তোফায়েল আহমেদ

ডাকসুর ভিপির গায়ে হাত তোলা সমস্ত ছাত্র সমাজের জন্য কলঙ্ক

ডাকসুর নির্বাচিত ভিপি নুরুল হক নুরসহ তার সহযোগীদের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা যে হামলা চালানোর ঘটনার সমালোচনা করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ভোলা সদর-১ আসনের সংসদ সদস্য, সাবেক বানিজ্য ও শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন ‘এটা অন্যায় ও গ্রহণযোগ্য নয়। যারা এই ঘটনার সঙ্গে জড়িত প্রধানন্ত্রী নির্দেশ দিয়েছেন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনা হবে। একজন ডাকসুর ভিপির গায়ে হাত তোলা সমস্ত ছাত্র সমাজের জন্য কলঙ্ক। ২৪ ডিসেম্বর মঙ্গলবার ভোলার উপ-শহর বাংলাবাজারে এনআরবিসি ব্যাংকের ৭৪তম শাখার উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সাবেক এই ডাকসু ভিপি স্মৃতিচারণ করে বলেন, ‘আমরা যখন ছাত্ররাজনীতি করতাম তখন আমাদের মত ও পথের ভিন্নতা ছিল। তারপরেও আমরা একটেবিলে বসে ৬৯ সালে ৪ জানুয়ারি ১১ দফা কর্মসূচি প্রণয়ন করেছিলাম।’
প্রবীণ এই নেতা বলেন, ‘ডাকসুর ভিপি যখন কেউ হয়, সে তখন সবার নির্বাচিত নেতা। সেই ডাকসু অফিসে ডুকে নুরুর ওপর যেভাবে নির্যাতন করা হয়েছে এটা অমানবিক। আমাদের ছাত্রজীবনে এমন করে এনএসএফ ডাকসু অফিসে আক্রমণ করেছিল। কিন্তু সেই আইয়ুব খান-এনএসএফ’র পতন হয়েছে। সেই শিক্ষা কেউ গ্রহণ করে না।
তিনি আশা প্রকাশ করে বলেন, উপকূলীয় এই অঞ্চলের মৎস্য সম্পদসহ শিল্প কারখানার উন্নয়নে এনআরবিসি ব্যাংক পৃষ্ঠপোষকতা করবে। উন্নয়নের সব সূচকে ব্যাংকিং খাত বলিষ্ঠ ভূমিকা পালন করছে। স্বচ্ছতা, কার্যকর সেবা আর সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহারই এনআরবিসিকে ব্যাংকিং সেক্টরে শক্তিশালী অবস্থানে দাঁড় করাবে।
৩০ ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। এর সমালোচনা করে তোফায়েল আহমেদ বলেন, ‘বিজয়ের মাসে গণতন্ত্র হত্যাকারীরাই গণতন্ত্র হত্যা দিবস পালন করে। তাদের ধিক্কার দেয়া ছাড়া আর কিছু করার নেই। যেই দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সেনাবাহিনীর প্রধান হিসেবে রাষ্ট্রপতি হয়েছেন তারা করছে গণতন্ত্র হত্যা দিবস। অথচ তারা (বিএনপি) গত বছরের ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনে অংশ নিয়ে ছয়টি আসন পেয়েছে।
সাবেক মন্ত্রী বলেন, ‘যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাজাপ্রাপ্ত হয়ে পলাতক রয়েছেন, যাদের দলীয় প্রধান অর্থ আত্মসাতের কারণে জেলে, তাদের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত এবং সামরিক শাসনের মধ্যে দল গঠন করেছে তারা আবার গণতন্ত্র হত্যা দিবস পালন করে !
দেশের অগ্রগতির প্রশংসা করে সাবেক এই মন্ত্রী বলেন, ‘যে বাংলাদেশকে একসময় বলা হতো দরিদ্র দেশের মডেল। সেই দেশকে এখন বলা হয় বিস্ময়কর উত্থান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতেত্বে দেশ এগিয়ে চলছে দুর্বার গতিতে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল বলেন, এনআরবিসি ব্যাংক প্রতিষ্ঠার শুরু থেকেই নিত্য-নতুন প্রযুক্তির ব্যবহার অব্যাহত রেখেছে। তিনি বলেন, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে ব্যাংক বিআরটিএর ফি কালেকশন এবং ভূমি রেজিস্ট্রেশন ফি আদায়সহ সরকারের বিভিন্ন সেবামূলক কাজে সম্পৃক্ত রয়েছে। এসময়, ব্যাংকের সামাজিক দায়বদ্ধতার আওতায় (সিএসআর) এর বিভিন্ন কার্যক্রমের উল্লেখ করে তিনি বলেন, আর্তমানবতার সেবায় এনআরবিসি ব্যাংক সব সময় সচেষ্ট থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলো আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, এনআরবিসি ব্যাংক পরিচালক ড. নূরনবী, পরিচালক একে এম মোস্তাফিজুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক মো. মুখতার হোসেন, সাপোর্ট সার্ভিসেস এন্ড ব্রাঞ্চেস বিভাগের ভাইস প্রেসিডেন্ট মেজর (অব:) পারভেজ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, বরিশাল শাখা ব্যবস্থাপক জনাব জি.কে.এ.এম. মাকসুদ বিন হারুন, বাংলাবাজার শাখার ব্যবস্থাপক মো. মোশাররেফ হোসেন নান্নু সম্মানিত গ্রাহকবৃন্দ, ব্যবসায়ী, গণ্যমান্য ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ।
উল্লেখ্য, ভূমি রেজিস্ট্রেশন ফি, বিআরটিএ’র ফি আদায়, রেমিটেন্স সেবা, নগদ লেনদেন সুবিধা, ফান্ড ট্রান্সফার, ইউটিলিটি বিল (গ্যাস, পানি ও বিদ্যুৎ) বিল গ্রহণ, ডেবিট ও ক্রেডিট কার্ড সেবা, ইন্টারনেট ব্যাংকিং সেবা প্রদান করে যাচ্ছে। এছাড়াও গ্রাহকের ব্যাংকিং কার্যক্রমকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে ‘এনআরবিসি প্লানেট’ অ্যাপ ব্যবহার করে গ্রাহক কোনো চার্জ ছাড়াই যেকোন বিকাশ নম্বরে টাকা পাঠাতে পারবেন।

 

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।