তজুমদ্দিনে আড়ালিয়া মাদ্রাসায় বিশৃংখলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
১০ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত-১৭
দেশের ১০ জেলায় সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। রোববার রাত ও সোমবার এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে বরিশালে তিন, মাদারীপুরে তিন, বগুড়ায় তিন, রংপুরে দুই, শেরপুর, বাগেরহাট, লালমরিনহাট, পাবনা, জয়পুরহাট ও নেত্রকোনায় একজন করে নিহত হয়েছে। বিস্তারিত জানুন ডেস্ক রিপোর্ট-এ
বরিশাল ও বাকেরগঞ্জ: বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুরে সোমবার দুপুরে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক রুবেল ও হেলপার কুদরত। এ ছাড়া সোমবার সকালে বরিশাল নগরের কাউনিয়ায় কাভার্ড ভ্যানের চাপায় নিহত রেশমা বেগম মাহবুব হোসেনের স্ত্রী। তিনি কাউনিয়ায় বিসিকে বেঙ্গল বিস্কুট ফ্যাক্টরির শ্রমিক ছিলেন।
মাদারীপুর ও টেকেরহাট: মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া সরকারি শিশু পরিবার এলাকায় ট্রাকচাপায় নিহত মোটরসাইকেল আরোহী তানজিলা খানম ঘটমাঝি ইউনিয়নের টিপু মাতুব্বরের স্ত্রী ও ঘটমাঝি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
এছাড়া টেকেরহাট-কদমবাড়ী সড়কের কইডা বাড়ি এলাকায় মাহিন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত হন রাজৈর উপজেলার আড়ুয়াকান্দির অনন্ত বিশ্বাসের ছেলে অনুপম বিশ্বাস ও নটাখোলা গ্রামের নরেশ মজুমদারের ছেলে বিশ্বজিৎ মজুমদার।
সোমবার বিকালে পৃথক দুটি দুর্ঘটনায় আহত হয়েছেন বিশ্বজিৎ মজুমদারের মেয়ে দোলা মজুমদারস সাতজন।
বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার জোলার মাথা এলাকায় ট্রাকের ধাক্কায় নিহত মোটরসাইকেল আরোহী রেজাউল করিম বকুল নন্দীগ্রামের দাঁতমানিকা গ্রামের আবদুর রহিমের ছেলে। তিনি নাটোরের সিংড়া উপজেলার দমদমা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। রোববার সন্ধ্যা ৭টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এছাড়া নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে সোমবার সকালে ট্রাকের ধাক্কায় নিহত কৃষক আবদুল গাফফার সিংড়া উপজেলার মালকুর গ্রামের রমজান আলীর ছেলে।
সোমবার দুপুরে ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কান্তনগরে ট্রলির চাপায় নিহত শিশু রিয়াজুল ইসলাম ওই গ্রামের সাইদুল ইসলামের ছেলে। সে কান্তনগর দাখিল মাদ্রাসায় শিশু শ্রেণিতে পড়ত।
রংপুর ও কাউনিয়া: কাউনিয়া উপজেলার হারাগাছ চর চতুরায় সোমবার ট্রাক্টরচাপায় নিহত শ্রমিক আরিফুল ইসলাম ওই গ্রামের এনামুল হাকের ছেলে। এছাড়া পার্বতীপুর-রংপুর সড়কের বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়ন পরিষদসংলগ্ন বৈরাগীর মোড়ে রোববার ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত অটোচালকের পরিচয় পাওয়া যায়নি। এ সময় আহত হন যাত্রী বদরগঞ্জ কৃষি অফিসের পিয়ন সেলিম মিয়া।
শেরপুর: ঝিনাইগাতীতে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশা সংঘর্ষে নিহত মাইক ব্যবসায় সাইদুল ইসলাম নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়ার হায়দার আলীর ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। রোববার রাত সাড়ে ১০টার দিকে শেরপুর-ঝিনাইগাতী সড়কের কয়রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাগেরহাট: খুলনা-মোংলা সড়কের চুলকাঠি নামক স্থানে সোমবার সকালে ট্রাক উল্টে নিহত চালক বাদল খান যশোর জেলার বসুনদিয়া এলাকার বাসিন্দা। আহত হেলপার লিমন মীরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লালমনিরহাট: জেলা কারাগারের গেটে সোমবার দুপুরে প্রিজন ভ্যানের ধাক্কায় নিহত ফজলুল হক পাটগ্রাম উপজেলার পানবাড়ি গ্রামের ফান্দু পাইকারের ছেলে। ফজলু লালমনিরহাট গণপূর্ত বিভাগের সহকারী পাম্প চালক ছিলেন।
পাবনা: সুজানগর পৌর শহরের মানিকদী এলাকায় সোমবার সকালে করিমন উল্টে নিহত ইউনুস শেখ (ইনু) পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের ভাদুরিয়াডাঙ্গির ধুনাই শেখের ছেলে। এ ঘটনায় আহত একই এলাকার তিনজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়পুরহাট: আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ বাজারে রোববার সন্ধ্যায় ট্রাকের ধাক্কায় ভ্যান আরোহী শিশু মিথিলা নওগাঁর বদলগাছী উপজেলার রোনাহার গ্রামের সাগর হোসেনের মেয়ে।
মদন (নেত্রকোনা): মদন উপজেলার তিয়শ্রী-ধানকুনিয়া সড়কে রোববার সন্ধ্যায় মাইক্রোবাসের ধাক্কায় নিহত শিশু বাবুল নায়েকপুর ইউনিয়নের আলমশ্রী গ্রামের কৃষক কামালের ছেলে ও সোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।