মসজিদ ভেঙে ব্রিজ নির্মাণ হচ্ছে কাশ্মীরে
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী শ্রীনগরে প্রাচীন একটি মসজিদের কারণে দীর্ঘদিন ধরেই ব্রিজ নির্মাণ করা যাচ্ছিল না।
অবশেষে চার দশকের পুরনো ওই মসজিদটি ভেঙে ব্রিজ নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যটির কর্তৃপক্ষ।
ভারতীয় গণমাধ্যমগুলোতে প্রকাশ, কাশ্মীরের শ্রীনগরে ঝিলম নদীর পাশে আবু তুরাব নামে প্রাচীন মসজিদ অবস্থিত। সেখান দিয়ে ঝিলম নদীর ওপর ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়। কিন্তু মসজিদ ভাঙ্গার বিষয়টি আসলে স্থানীয় কুমারওয়ারির বাসিন্দারা এতে বাধা দেন ও অসম্মতি জানান। যে কারণে ২০০২ সালে ব্রিজ নির্মাণের সেই কাজ আটকে যায়।
অবশেষে ১৭ বছর পর এলাকার উন্নয়নের স্বার্থে মসজিদ ভাঙার ব্যাপারে এলাকাবাসীর সম্মতিতে ব্রিজ নির্মাণের পরিকল্পনার কাজে হাত দিয়েছে প্রশাসন।
তবে ব্রিজের কাছাকাছি নতুন আরেকটি মসজিদ নির্মাণ করা হবে শর্তে স্থানীয়রা রাজি হয়েছেন বলে জানা গেছে।
শ্রীনগরের জেলা উন্নয়ন কমিশনার শাহিদ ইকবাল চৌধুরী বলেন, পাশেই আরেকটি মসজিদ নির্মাণ করে দেয়া হবে। স্থানীয়রা আবু তুরাব মসজিদটি ভাঙতে সমর্থন দিয়েছেন। খুব শিগগিরই ব্রিজ নির্মাণের কাজ শুরু হবে। ওই মসজিদ ছাড়াও ফায়ার সার্ভিসের একটি অফিস ও কয়েকটি আবাসিক ও বাণিজ্যিক ভবন ভাঙতে হবে।
আগামী ১ বছরের মধ্যে নতুন মসজিদ নির্মাণের জন্য বিকল্প জমি নির্দিষ্ট করে দেয়া হবে বলে জানান শাহিদ ইকবাল।
উল্লেখ্য, দুই লেনের ১৬৬ মিটার দীর্ঘ ব্রিজটি কুমানওয়ারির সঙ্গে নোরবাগ শহরকে যুক্ত করবে। ব্রিজটি নির্মাণে প্রায় ১০ কোটি রুপি ব্যয় হবে।
সূত্র: গালফ নিউজ, টাইমস অব ইন্ডিয়া