সর্বশেষঃ

মনপুরায় উপানুষ্ঠানিক শিক্ষকদের ৫দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ

ভোলার মনপুরায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় মৌলিক স্বাক্ষরতা প্রকল্প (৬৪) জেলার মনপুরা উপজেলার দ্বীতিয় পর্যায়ের শিক্ষক ও সুপার ভাইজারদের (৫) দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। ভোলা জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে পরিবার উন্নয়ন সংস্থা এফ.ডি.এ সহযোগীতায় এই কার্যক্রম পরিচালনা কর হচ্ছে।


রবিবার শিক্ষক ও সুপর ভাইজারদের বুনিয়াদি প্রশিক্ষন কার্যক্রম উদ্ভোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ভোলা জেলার উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারী পরিচালক (অঃ দাঃ) মোঃ জানে-ই আলম হাওলাদার। উপজেলার উত্তর সাকুচিয়া ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের শিক্ষক ও সুপার ভাইজারদের বুনিয়াদি প্রশিক্ষণ কার্যক্রম চালু হয়েছে।

বুনিয়াদি প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মনোয়ারা বেগম মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ ছালাহউদ্দিন ও মোঃ মাহবুবুল আলম শাহীন। এই সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা উপানুষ্ঠানিক অফিসার বদরুদ্দৌজা আলম, পরিবার উন্নয়ন সংস্থা সহযোগী প্রোগ্রাম সমন্বয়কারী মোঃ ফারুক।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।