তজুমদ্দিনে আড়ালিয়া মাদ্রাসায় বিশৃংখলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
মনপুরায় উপানুষ্ঠানিক শিক্ষকদের ৫দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ
ভোলার মনপুরায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় মৌলিক স্বাক্ষরতা প্রকল্প (৬৪) জেলার মনপুরা উপজেলার দ্বীতিয় পর্যায়ের শিক্ষক ও সুপার ভাইজারদের (৫) দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। ভোলা জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে পরিবার উন্নয়ন সংস্থা এফ.ডি.এ সহযোগীতায় এই কার্যক্রম পরিচালনা কর হচ্ছে।
রবিবার শিক্ষক ও সুপর ভাইজারদের বুনিয়াদি প্রশিক্ষন কার্যক্রম উদ্ভোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ভোলা জেলার উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারী পরিচালক (অঃ দাঃ) মোঃ জানে-ই আলম হাওলাদার। উপজেলার উত্তর সাকুচিয়া ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের শিক্ষক ও সুপার ভাইজারদের বুনিয়াদি প্রশিক্ষণ কার্যক্রম চালু হয়েছে।
বুনিয়াদি প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মনোয়ারা বেগম মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ ছালাহউদ্দিন ও মোঃ মাহবুবুল আলম শাহীন। এই সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা উপানুষ্ঠানিক অফিসার বদরুদ্দৌজা আলম, পরিবার উন্নয়ন সংস্থা সহযোগী প্রোগ্রাম সমন্বয়কারী মোঃ ফারুক।