ভোলায় জাতীয় পার্টির আহবায়ক কমিটি ঘোষনা
জাতীয় পার্টির ভোলা জেলা আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-দফতর সম্পাদক এমএ রাজ্জাক খান প্রেরিত এক বার্তায় জানানো হয় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি এক সাংগঠনিক আদেশে গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় পার্টির মহাসচিব মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ এমপি’র সুপারিশক্রমে জনাব মোঃ কেফায়েত উল্লাহ নজিব (বীরমুক্তিযোদ্ধা)’কে আহ্বায়ক ও মোঃ মোয়াজ্জেম হোসেন আজিম গোলদার’কে সদস্য সচিব করে ১১১ সদস্য বিশিষ্ট জাতীয় পার্টি ভোলা জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন।
নতুন এ কমিটি ঘোষনা হওয়ায় আনন্দ প্রকাশ করেছে ভোলা জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ।