শাপলা চত্বরে রক্ত দিয়েছি গদি দখল করার জন্য নয় ভোলায় -আল্লামা বাবুনগরী

শাপলা চত্বরে আমরা রক্ত দিয়েছি কোন গদী দখলের জন্য নয় বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের নায়েবে আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী।

প্রধান অতিথির বক্তব্যে জুনায়েদ বাবুনগরী বলেন, আল্লাহর রাসুল (স) কে নিয়ে যদি কেউ কোন খারাপ মন্তব্য করে তাহলে আমাদের কলিজায় আঘাত লাগে।
রবিবার দিনব্যাপী ভোলা সরকারী স্কুল মাঠে ইত্তেহাদু ওলামাইল মাদারিছিল ক্বাওমিয়া (ভোলা জেলা ক্বওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড) এর উদ্যােগে, আন্তর্জাতিক ইসলামী মহা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এইসব বলেন।
ভোলা জেলা ইত্তেহাদু ওলামাইল মাদারিছিল ক্বাওমিয়া এর সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ আনাছ দা.বা.এর সভাপতিত্বে হেফাজতে ইসলামের এই নায়েবে আমীর আরো বলেন এই দেশে এক প্রকার কাদিয়ানী আছে যারা ইসলাম কে নিয়ে বাজে মন্তব্য করে তারা “কাফের” এরা মুসলমান হতে পারে না।
ইসলামী মহা সম্মেলনে আরো গুরুত্বপূর্ণ তাফসীর করেন, আল্লামা মুুফ্তি নাসিম বারাবানকাভী দা.বা.(শাইখুত তাফসির ও শাইখুল আদব,দারুল উলূম দেওবন্দ, ভারত, আল্লামা আবদুল বাসেত খান সিরাজী দা.বা., আলহাজ্ব সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের দা.বা.সহ দেশবরেণ্য আলেমরা বক্তব্য রাখেন।
ইসলামী মহা সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।