ভোলায় অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

ভোলায় শীতের তীব্রতা দিনদিন বেড়েই চলছে। সেই সাথে কনকনে শীতের হিমেল হাওয়ার স্পর্শে অসহায় মানুষের দুর্ভোগও বাড়ছে। সন্ধ্যা নামতে না নামতেই কুয়াশায় ঢেকে যায় চারদিক। প্রচণ্ড শীত ও কুয়াশায় এ অঞ্চলের অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের দৈনন্দিন চলাফেরা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে ওঠেছে।

এমন পরিস্থিতিতে ভোলা সদর উপজেলার অসহায় শীতে কাতর মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে এক ঝাঁক উজ্জীবিত তরুণদের সংগঠন “ভোলা মানব কল্যাণ যুব সংঘ”।

“আমরাও ভালোভাবে বাঁচতে চাই, আমরাও এই কনকনে শীতে শান্তিতে ঘুমাতে চাই”এই শ্লোগানকে সামনে রেখে ভোলার সুপরিচিত সামাজিক সংগঠন ভোলা মানব কল্যাণ যুব সংঘ’র পক্ষ থেকে হতদরিদ্র ও দুস্থ্য শীতার্থদের মাঝে প্রথম পর্যায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের নাছির মাঝি,কোরারহাট,তুলাতুলি,পরীরহাট,চেউয়াখালী ও বেড়িবাঁধা এলাকার উল্লেখযোগ্য কিছু স্থানে প্রায় অর্ধশতাধিক কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,ভোলা মানব কল্যান যুব সংঘ’র আহ্বায়ক হেলাল উদ্দিন মাষ্টার,যুগ্ম আহ্বায়ক- মোঃআরিয়ান আরিফ, রাকিবুলহাসান, বিশেষ সমন্বয়কারী মোঃ জুয়েল রানা, এছহাক ফরাজী, মোঃমামুন, মোঃতারেক, মোঃ মহিন প্রমুখ।

শীত বস্ত্র বিতরণ শেষে ভোলা মানব কল্যাণ যুব সংঘের পক্ষ হতে সমাজের অন্যান্য সকল সামাজিক সংগঠন এবং বিত্তবানদের কে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত্ব আহবান জানানো হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।