বিএসএফের গুলিতে ৩ বাংলাদেশি আহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তিন বাংলাদেশি আহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, তিন বাংলাদেশি ভারত থেকে উপজেলার মাসুদপুর সীমান্তের ৭১ ও ৭২ নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলারের মাঝ দিয়ে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করে।
এ সময় ভারতের সোভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে লিটন, রাজু ও আনোয়ার আহত হন। তাদের মধ্যে লিটন ও রাজু গোপনে চিকিৎসা গ্রহণ করলেও আনোয়ার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
৫৩ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর মিজানুর রহমান খাঁন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘একজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। বাকি দুজনকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।’