সর্বশেষঃ

বিএসএফের গুলিতে ৩ বাংলাদেশি আহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তিন বাংলাদেশি আহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, তিন বাংলাদেশি ভারত থেকে উপজেলার মাসুদপুর সীমান্তের ৭১ ও ৭২ নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলারের মাঝ দিয়ে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করে।

এ সময় ভারতের সোভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে লিটন, রাজু ও আনোয়ার আহত হন। তাদের মধ্যে লিটন ও রাজু গোপনে চিকিৎসা গ্রহণ করলেও আনোয়ার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

৫৩ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর মিজানুর রহমান খাঁন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‌‘একজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। বাকি দুজনকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।’

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।