নাগরিকত্ব আইনের জেরে সহিংসতায় ভারতের উত্তর প্রদেশে নিহত-৬
ভারতে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তর প্রদেশজুড়ে বিক্ষোভ-সহিংসতায় ৬ জন নিহত হয়েছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) এ হতাহতের ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এ তথ্য জানায়।
রাজ্য পুলিশের বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়, রাজ্যের বিভিন্ন জায়গায় সহিংসতায় কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। বিজনরে ২ জন, সাম্বালে ১ জন, ফিরোবাজাবাদে ১, মেরুতে ১ জন এবং কানপুরে ১ জন নিহত হয়েছেন।
এদিকে উত্তর প্রদেশের ডিরেক্টর জেনারেল অব পুলিশ ওম প্রকাশ সিং দাবি করেছেন, পুলিশের গুলিতে তাদের মৃত্যু হয়নি। পুলিশের পক্ষ থেকে একটা গুলিও ছোড়া হয়নি’, যোগ করেন তিনি।
অপর এক পুলিশ কর্মকর্তা বলেন, আমাদের পক্ষ থেকে কোনো গুলি ছোড়া হয়নি। যদি গুলিবর্ষণের কোনো ঘটনা ঘটে থাকে তবে তা বিক্ষোভকারীদের পক্ষ থেকেই ঘটেছে। এদিন উত্তর প্রদেশের কমপক্ষে ১৩টি জেলায় জুমার নামাজের পর বিক্ষোভে নামে হাজারো মানুষ। এদিন সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে দেশটির রাজধানী দিল্লিতেও জুমার নামাজের পর বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।১৯৫৫ সালের ভারতীয় নাগরিকত্ব আইন সংশোধন করে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিসহ অমুসলিম অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে এই আইনে।