দৌলতখান উপজেলা চেয়ারম্যানের মায়ের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল

ভোলার দৌলতখান উপজেলা চেয়ারম্যানের মাতা ফরিদা খানম এর মৃত্যুতে উপজেলা আওয়ামী স্বেচ্ছা সেবক লীগ’র আয়োজনে আজ শুক্রবার বাদ আছর উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে মরহুমার রুহের মাগফেরাত কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী স্বেচ্ছা সেবক লীগ’র সভাপতি ফয়েজুল্ল্যা ফয়েজের সভাপতিত্বে দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মঞ্জুর আলম খান । উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাছির আহমেদ খান , ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম নবী নবু ,যুবলীগের সহ-সভাপতি সালাউদ্দিন জুয়েল,স্থানীয় আলেম উলামা সহ আওয়ামীলীগ, স্বেচ্ছা সেবক লীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ । দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মার্কাজ মসজিদের খতীব মাওলানা মাহাবুবুর রহমান ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।