লালমোহনে যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপন
সারা দেশের ন্যায় ভোলার লালমোহনে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্যে দিয়ে উপজেলায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সহযোগিতায় সোমবার(১৬ ডিসেম্বর) দিনব্যাপী যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়।
লালমোহনে এসব কর্মসূচিতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌর মেয়র হাজী এমদাদুল ইসলাম তুহিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, অতিরিক্ত পুলিশ সুপার লালমোহন সার্কেল রাসেলুর রহমান, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম বাদল, সহসভাপতি মেজবাহ উদ্দিন আরজু, সাংগঠনিক সম্পাদক আনম শাহজামাল দুলাল, মুক্তিযোদ্ধা কমান্ডার মাহে আলম কুট্টি, কাউন্সিলর ফরহাদ হোসেন মেহের, রায়হান মাসুম প্রমূখ। উপজেলা নির্বাহি অফিসার হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারন জনগন উপস্থিত ছিলেন।