রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ে বিজয় দিবস পালিত

ভোলা সদর উপজেলার রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৬ ডিসেম্বর) সকালে রাজাপুর মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বিষয়ে আলোচনা হয় এবং সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করেন।

আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন এর সভাপতিত্বে বিদ্যালয়ের সকল সহকারি শিক্ষকবৃন্দ বিজয় দিবস উপলক্ষে বিষদ বক্তব্য রাখেন। এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যগণসহ স্থানীয় সমাজ সেবক মোশারেফ মৃধা,জামাল লাহাড়ি,জশিম চৌকিদারসহ অভিবাবকগন ও স্কুলের সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতা ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের শিক্ষক জনাব হেলাল উদ্দিন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page