সর্বশেষঃ

রাজাপুরে মুক্তিযোদ্ধা অফিস তালাবদ্ধ পতাকা নেই।। স্থানীয়দের ক্ষোভ

ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জনতাবাজারে ইউনিয়ন মুক্তিযোদ্ধা কার্যালয় তালাবদ্ধ ও জাতীয় পতাকা না থাকায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা।

সরেজমিন জনতাবাজারে গিয়ে দেখা যায় মুক্তিযোদ্ধা অফিসটি তালাবদ্ধ এবং একটি জাতীয় পতাকা ও নেই।
স্থানীয়রা জানান আজ মহান বিজয় দিবস উপলক্ষে প্রতিটি ব্যবসায়ী শ্রদ্ধার সাথে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করলেও যেই বীর মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ সরকার সকল সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন আর সেই অফিসটি আজ তালাবদ্ধ জং পড়া এবং নেই একটি জাতীয় পতাকা।
এই বিষয়ে রাজাপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন দলু ভুইয়া বলেন, আমিতো কাল রাতেই ভোলায় চলে এসেছি তবে পতাকা লাগানো উচিত ছিলো।
সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অহিদুর রহমান বলেন, আমার সব লোক ভোলায় অনুষ্ঠানে চলে এসেছে।
এদিকে স্থানীয়দের প্রশ্ন রাজাপুর ইউনিয়নে কমান্ডার এর ভাষ্যমতে ১৩ জন মুক্তিযোদ্ধা থাকলে ও কারো পক্ষেই কি আজ মহান বিজয় দিবসে একটি জাতীয় পতাকা উত্তোলন করা সম্ভব হয়নি? নাকি তারা সরকারের সুযোগ সুবিধা নিতেই ব্যস্ত? স্থানীয়রা জানান মুক্তিযোদ্ধারা আমাদের আদর্শ তারা আমাদের অনুপ্রেরণা কিন্তু আজ তারা যদি পতাকা না উত্তোলন করে তাহলে আমরা কি ভাবে শিখবো?

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।