বৈরী আবহাওয়ার কারণে ভোলার বেতুয়া-মনপুরাসহ উপকূলীয় অঞ্চলে নৌযান চলাচল বন্ধ
ভোলায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ ও বধ্যভূমিতে জেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি
মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক। ছবিঃ ভোলার বাণী।
মহান বিজয় দিবস উপলক্ষে ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভ ও বধ্যভূমি স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভোলার জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবি সংগঠন।
সোমবার(১৬ ডিসেম্বর) ভোরে ভোলা জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ ও যুগীরঘোল বধ্যভূমিতে ফুল দিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার আলাদা আলাদা শ্রদ্ধা নিবেদন করেন।
এই সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক, স্থানীয় সরকার উপ পরিচালক মাহমুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) সাফিন মাহমুদ, সদর সার্কেল মহসিন আল ফারুক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন, সহকারী কমিশনার ভূমি কাওছার হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্বরণে দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।