সর্বশেষঃ

চরফ্যাশনে ৪ লাখ মিটার জাল আটক ॥ অতপর ভষ্মিভূত

চরফ্যাশনের আউট পোষ্ট চরমানিকা কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার মো. আলমগীর হোসেন এর নেতৃত্বে জাটকা সংরণ অভিযানের অংশ হিসেবে মেঘনার, চরপিয়াল, খেজুর গাছিয়া, কুকরী মুকরি, মাইনুদ্দিনের ঘাট, চরহাছিনা, আট কপাট ও পাচকপাট এলাকায় অভিযান চালিয়ে ৪ লাখ মিটার জাল আটক করা হয়েছে। শনিবার সকাল ৯টা খেকে সাড়ে ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে এই জাল গুলো আটক করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিনের আদেশে আটককৃত ২ লাখ মিটার চরখেয়া জাল ও ২ লাখ মিটার কারেন্ট জাল যার মূল্য আনুমানিক মুল্য ১ কোটি ৪০ লাখ টাকা। জালগুলো প্রকাশ্যে প্রশাসন সংবাদকর্মীর উপস্থিতিতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। চর মানিকা কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার আলমগীর হোসেন নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসাবে কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার মো. আলমগীর হোসেন তার সদস্য দের নিয়ে দিন রাত সরকারি কাজ করে থাকেন। নদীতে এখন আর জাটকা ও বিহুন্দিজান থাকবেনা বলেও ঘোষণা করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।