সর্বশেষঃ

ভোলায় যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে ভোলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ এবং যুগীরঘোলের বধ্যভূমিতে পুস্পার্ঘ অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, ভোলা প্রেসক্লাবসহ অন্যান্য সংগঠনগুলো।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মীর মো: শাফিন মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেন, ভাইস চেয়ারম্যান মো. ইউনুস, ভোলা থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা এনায়েত হোসেন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. নিত্যনন্দ চৌধুরী প্রমুখ।
এছাড়াও ভোলা মুক্তিযোদ্ধা সংসদ, ভোলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানায়। পাশাপাশি শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল করা হয়। এছাড়াও ভোলা শিশু একাডেমিতে শিশুদের আবৃত্তিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বোরহানউদ্দিনে সংবাদদাতা জানান, মহান শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। শনিবার ভোরে বোরহানউদ্দিন উপজেলা চত্বরে মুক্তিযোদ্ধা সৃতিস্তম্ভে¢ শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) মো: বশির গাজী, উপজেলা আ’লীগের সভাপতি মো: জসিম উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম, বোরহানউদ্দিন থানা ইন-চার্জ মু. এনামুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: রাসেল আহমেদ ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। পাশাপাশি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা মিজানুর রহমান দোয়া মোনাজাত পরিচালনা করেন।
তজুমদ্দিন প্রতিনিধি জানান, উপজেলা প্রশাসনের আয়োজনে ভোলার তজুমদ্দিনে শহীদ বুদ্ধিজীবি দিবস ২০১৯ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ আশ্রাফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন দুলাল। বিশেষ অতিথি ছিলেন, আ’লীগ সভাপতি ও চাঁদপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল আলম জাহাঙ্গীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীম আহম্মেদ, থানার অফিসার ইনচার্জ এস এম জিয়াউল হক, উপজেলা ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন পোদ্দার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাবুদ্দিন মাষ্টার, চাঁদপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী সাদ জগলুল ফারুক, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম, পল্লী দারিদ্র বিমোচণ কর্মকর্তা মনোরঞ্জণ দে, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপ কুমার পাল, তজুমদ্দিন হোসনেয়ারা মহিলা কলেজের অধ্যক্ষ ও প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল উদ্দিন সুমন, প্রেসক্লাব সভাপতি রফিক সাদী, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন লিটন, সাংবাদিক সেলিম রেজা, সাকিব ইসলামসহ মুক্তিযোদ্ধা, শিক্ষক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওঃ কেফায়েত উল্যাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিধু ভূষণ রায়।

 

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।