সর্বশেষঃ

ব্যাংকের হাট কো-অপারেটিভ কলেজে বুদ্ধিজীবী দিবস পালিত

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ব্যাংকের হাট কো-অপারেটিভ কলেজে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বক্তারা মহান মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীদের অবদান তুলে ধরেন। বিজয়ের ২ দিন আগে যে নারকিয় হত্যাযজ্ঞ চালায় হানাদাররা, সেই নৃশংস হত্যাকান্ডের কাহিনী তুলে ধরেন শিক্ষকগণ।
অধ্যক্ষ হারুন অর রশিদ ছাড়াও এ সময় কলেজের সহকারী অধ্যাপক মো: ফারুকসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। অধ্যক্ষ হারুন অর রশিদ বলেন, বুদ্ধিজীবীদের যে অবদান তা ভোলার মত নয়। এ দেশ যাতে মাথা তুলে দাড়াতে না পারে সেই জন্যই এই হত্যাকান্ড। এ সময় আরো বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো: মহিবুল্লাহ, সহকারী অধ্যাপক মো: মাকসুদুল আলম, সহকারী অধ্যাপক মোঃ রফিকুল্লাহ, মনিরুজ্জামান প্রভাষক সমাজকর্ম, তসলিমা বেগম প্রভাষক বাংলা, জহিরুল ইসলাম প্রভাষক ইংরেজি, বিধান চন্দ্র দে প্রভাষক আইসিটি। এ সময় শিক্ষার্থীদের মধ্যে থেকেও বক্তব্য রাখেন সাদিয়া, আবুল কালাম পরে বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।