দৌলতখানে রাতের আধাঁরে মাদ্রাসার জমি দখল করে রাস্তা নির্মাণ

ভোলার দৌলতখান পৌর সভার ৭নং ওয়ার্ডে(স্টেডিয়াম সংলগ্ন) অবস্থিত দৌলতখান মহিলা দাখিল মাদ্রাসার যায়গা দখল করে রাতের আধারে রাস্তা নির্মানের অভিযোগ পাওয়া গেছে । সরোজমিন গেলে মাদ্রাসার সুপার মাওঃ আনোয়ার হোসেন জানান, শুক্রবার গভীর রাতে জয়নুল আবেদীন আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আবদুর রহিম ওরফে জসিম মাদরাসার পেছনে পাঁচ তলা ভবন নির্মান করে ভাড়া দেয়। ওই ভবনের ভাড়াটিয়া লোকজনের যাতায়াতের সুবিধার্থে এরাস্তা নির্মান করেন। রাস্তা নির্মানের কারণ ও জমি দখলের তথ্য যানতে মাওঃ আবদুর রহিমের মোবাইল নাম্বারে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি। মাদ্রাসার সুপার আরও জানান, গভীর রাতে জোর করে রাস্তা নির্মানের বিষয়টি মাদ্রাসার সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীরকে জানালে তিনি তাৎক্ষনিক ভাবে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলার রহমানকে অবগত করেন। সঙ্গে সঙ্গে এস আই আমীর ঘটনা স্থলে গিয়ে বেআইনী ভাবে রাস্তা নির্মাণ কাজে বাঁধা দেন। এস আই আমীর স্থান ত্যাগ করলে মাওঃ আবদুর রহিম বাঁধা উপেক্ষা করে রাতেই রাস্তা পূণঃনির্মাণ করেন। জানাযায় মাদরাসার জন্য ক্রয়কৃত ৫৫শতাংশ জমি নিয়ে বিরোধ দেখা দেয়। আবেদনের প্রেক্ষিতে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার সরোজমিন গিয়ে প্রতিষ্ঠানের জমির সীমানা পিলার স্থাপন করেন। ১৩ডিসেম্বর রাত ১টার দিকে ঐ পিলার উপরে ফেলে রাস্তা নার্মাণ করা হয়। মাদ্রাসার সুপার জানান, আগামী ২০২০সনের জুন মাস পর্যন্ত ঐ জমির খাজনা পরিশোধ রয়েছে। এব্যপারে প্রতিষ্ঠানের সভাপতি জানান, উক্ত জমি প্রতিষ্ঠানের ক্রয়কৃত। তার কোন সত্ত থাকলে রাতের আধাঁরে রাস্তা নির্মাণ করতোনা। তাছাড়া বিষটি মাননীয় এমপি মহোদয় উপজেলা চেয়ারম্যান ও আমাকে দেখার কথা বললেও মাওঃ আবদুর রহিম আমাদেরকে নাজানিয়ে রাস্তা নিমর্মাণ করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page