লালমোহনে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
ভোলার লালমোহন পৌরসভার ৬নং ওয়ার্ডের অসহায় হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করেছেন বর্তমান ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব জহিরুল ইসলাম মাসুদ পাটওয়ারী। ১২ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে ওই ওয়ার্ডের প্রায় দুই শত পরিবারের মাঝে ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এর পক্ষ থেকে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এসব র্শীতার্ত মানুষ কম্বল পেয়ে বেজায় খুশি। এ বিষয়ে পৌর কাউন্সিলর ও লালমোহন বাজারের ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা আলহাজ্ব জহিরুল ইসলাম মাসুদ পাটওয়ারী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে আধুনিক লালমোহন তজুমুদ্দিনের জননন্দিত নেতা মাননীয় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয়ের পক্ষ থেকে আমার ওয়ার্ডে প্রায় দুই শত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন করি। আগামী দিনগুলোতেও এমপি শাওন এর নেতৃত্বে ওয়ার্ড বাসীর প্রাপ্য সেবা নিশ্চিত করে যাবো।