তজুমদ্দিনে আড়ালিয়া মাদ্রাসায় বিশৃংখলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভোলায় ৩৪ হাজার ৫শ’ পিস কম্বল বরাদ্দ
ভোলা জেলার শীতার্ত মানুষের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের ত্রাণ ভান্ডার থেকে ৩৪ হাজার ৫’শ পিস কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। জেলার ৭ উপজেলা ও ৫টি পৌরসভায় দুস্থ্য এবং অসহায়দের মাঝে এসব কম্বল বিতরণ করা হবে। ইতোমধ্যে বিভিন্ন উপজেলায় কম্বল পৌঁছে গেছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবিএম আকরাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলায় বরাদ্দকৃত মোট কম্বলের মধ্যে সদর উপজেলায় দেওয়া হয়েছে ৫ হাজার ৭২০ পিস, বোরহানউদ্দিনে ৩ হাজার ৯৬০, দৌলতখানে ৩ হাজার ৯৬০, লালমোহনে ৩ হাজার ৯৬০, তজুমোদ্দিনে ২ হাজার ২২০, চরফ্যাসনে ৮ হাজার ৩৬০ ও মনপুরায় ১ হাজার ৭৬০ পিস দেওয়া হয়েছে।
আকরাম হোসেন আরো জানান, ভোলা পৌরসভা, বোরহানউদ্দিন পৌরসভা, দৌলতখান পৌরসভা, লালমোহন পৌরসভা ও চরফ্যাসন পৌরসভায় ৪৫০ পিস করে কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। এসব কম্বল ২/১ দিনের মধ্যেই সাধারণ মানুষের মাঝে বিতরণ শুরু করা হবে। ছবি-১।