সর্বশেষঃ

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভোলায় ৩৪ হাজার ৫শ’ পিস কম্বল বরাদ্দ

ভোলা জেলার শীতার্ত মানুষের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের ত্রাণ ভান্ডার থেকে ৩৪ হাজার ৫’শ পিস কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। জেলার ৭ উপজেলা ও ৫টি পৌরসভায় দুস্থ্য এবং অসহায়দের মাঝে এসব কম্বল বিতরণ করা হবে। ইতোমধ্যে বিভিন্ন উপজেলায় কম্বল পৌঁছে গেছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবিএম আকরাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলায় বরাদ্দকৃত মোট কম্বলের মধ্যে সদর উপজেলায় দেওয়া হয়েছে ৫ হাজার ৭২০ পিস, বোরহানউদ্দিনে ৩ হাজার ৯৬০, দৌলতখানে ৩ হাজার ৯৬০, লালমোহনে ৩ হাজার ৯৬০, তজুমোদ্দিনে ২ হাজার ২২০, চরফ্যাসনে ৮ হাজার ৩৬০ ও মনপুরায় ১ হাজার ৭৬০ পিস দেওয়া হয়েছে।
আকরাম হোসেন আরো জানান, ভোলা পৌরসভা, বোরহানউদ্দিন পৌরসভা, দৌলতখান পৌরসভা, লালমোহন পৌরসভা ও চরফ্যাসন পৌরসভায় ৪৫০ পিস করে কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। এসব কম্বল ২/১ দিনের মধ্যেই সাধারণ মানুষের মাঝে বিতরণ শুরু করা হবে। ছবি-১।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।