অনিক এশিয়ান টিভির বরিশাল বিভাগের শ্রেষ্ঠ রিপোর্টার

বরিশাল বিভাগের মধ্যে এশিয়ান টেলিভিশনের শ্রেষ্ঠ রিপোর্টার নির্বাচিত হয়েছেন ভোলা জেলা প্রতিনিধি অনিক আহমেদ। ১২ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে এশিয়ান টেলিভিশনের নিজস্ব কার্যালয় প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে বরিশাল বিভাগের মধ্যে শ্রেষ্ঠ রিপোর্টার নির্বাচিত হওয়ার ক্রেস্ট তুলে দেন টেলিভিশনের চেয়ারম্যান হারুন উর রশিদ ও অতিথিগন।
এশিয়ান টেলিভিশন ভোলা জেলা প্রতিনিধি অনিক আহমেদ জানান, আমি সততা ও নিষ্ঠার সাথে সাংবাদিকতার মত মহান পেশায় আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। যতদিন এই পেশায় নিয়োজিত থাকবো দেশ ও জাতির কল্যাণের জন্য কাজ করবো। আজকে শ্রেষ্ঠ রিপোর্টার নির্বাচিত হওয়ায় এশিয়ান টেলিভিশন সকল কর্মকর্তা ও চেয়ারম্যান মহোদয়ের কাছে আমি কৃতজ্ঞ। সকল দেশবাসী দোয়া করবেন আগামী পথচলায় যেন আরো এগিয়ে যেতে পারি।

 

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page