ভোলায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ
গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) কর্তৃক বাস্তবায়িত ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে পরিচালিত কৃষি ইউনিট এবং মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিটের আওতায় ভোলা সদরে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গ্রামীণ জনউন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সম্মানিত উপ-ব্যবস্থাপনা পরিচালক গোলাম তৌহিদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মুহম্মদ হাসান খালেদ (সিনিয়র মহাব্যবস্থাপক, পিকেএসএফ), বিনয় কৃষ্ণ দেবনাথ (উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলা), ইন্দ্রজিৎ কুমার মন্ডল (জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ভোলা)।
এছাড়াও সংস্থার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগী সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সদস্যদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয় এবং খওঋঞ কর্মসূচির আওতায় জলবায়ূ সহিষ্ণ কালার ব্রয়লার মুরগীর ব্রিডিং খামার ও খওঋঞ কর্মসূচির আওতায় ব্রয়লার টাইপ পেকিন হাঁসের ব্রিডিং খামার এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সম্মানিত উপ-ব্যবস্থাপনা পরিচালক গোলাম তৌহিদ।