বোরহানউদ্দিনে বেগম রোকেয়া দিবস ২০২৪ পালিত, সম্মাননা পেলেন ৫ জয়িতা
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ভোলায় আসক’র র্যালি ও আলোচনা সভা
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ভোলায় আসক’র উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় এ কর্মসূচী পালন করা হয়। জেলা আসক ফাউন্ডেশন কমিটির সভাপতি এ্যাডভোকেট মোঃ সালাউদ্দিন আহমেদ প্রিন্স’র নেতৃত্বে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালিটি ভোলা জেলা আইনজীবী সমিতির ভবনের সামনে থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আইনজীবী ভবনের সামনে এসে রেলী শেষ হয়। র্যালী শেষে আসক ফাউন্ডেশন ভোলা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ মোঃ জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক এ্যাডঃ মাহবুবুর রহমান এবং সভাপতি এ্যাডঃ মোঃ সালাউদ্দিন আহমেদ প্রিন্স সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ভোলা জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট ইফতারের হাসান শরীফ, আসক ফাউন্ডেশনের সহ-সভাপতি মো তরিকুল ইসলাম, সিনিয়র সহ সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন আজিম, সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাবলু হাসান সহ-কোষাদক্ষ্য নাজিম উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক এডভোকেট আবদুল হাই মামুন, মহিলা বিষয়ক সম্পাদদিকা এডভোকেট শাহনাজ মুন্নি, অ্যাডভোকেট মোহাম্মদ এমদাদুল হাসানসহ আসক ফাউন্ডেশন ভোলা জেলা কমিটির সদস্যবৃন্দ।