তেলাপোকাও পাখি, শাজাহান খানও মানুষ
শাজাহান খান ‘গণবাহিনীর ডাকাত’ : নিক্সন চৌধুরী
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেছেন, তেলা পোকাও পাখি আর শাজাহান খানও মানুষ। সম্প্রতি তার নির্বাচনী এলাকার এক সভায় মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান সম্পর্কে কটূক্তি করে বক্তব্য দেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এছাড়াও তার বক্তব্যে তিনি শাজাহান খানকে ‘গণবাহিনীর ডাকাত’ বলেও আখ্যায়িত করেন। শাজাহান খানকে নিয়ে নিক্সন চৌধুরীর এই বক্তব্যকে কেন্দ্র করেই শনিবার সকালে মাদারীপুরে প্রতিবাদ মিছিল করেছে শাজাহান খান সমর্থকরা।
নিক্সন চৌধুরীর জন্মস্থান মাদারীপুরের শিবচরে। তার বাবা ইলিয়াস আহম্মেদ চৌধুরী মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং তার বড় ভাই নুর-ই-আলম চৌধুরী লিটন বর্তমানে মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ।
সুত্র : https://www.bdmorning.com/bn/article/2019/400389