ভোলায় লঞ্চ থেকে ৮৮৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার ওয়াসিম আকিল জাকী এর নেতৃত্বে অভিযান চালিয়ে ইলিশা লঞ্চ ঘাটের এমভি চন্দ্রদ্বীপ থেকে ৮৮৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী ক আটক করা হয়েছে ।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মজু চৌধুরী ঘাট হইতে বরিশালগামী যাত্রীবাহী লঞ্চ এমভি চন্দ্রদ্বীপ ইলিশাঘাটে আসলে অভিযান চালিয়ে লঞ্চের কেরানী হেলাল উদ্দিন এর বিছানা তল্লাশী করে ৮৮৫ পিস ইয়াবাসহ কেরানী হেলাল উদ্দিন ( ৪৮) কে আটক করা হয়। আটকৃত মাদক ব্যবসায়ী হেলাল উদ্দিন বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার বাহের চর গ্রামের রব মৃধার ছেলে। জব্দকৃত ইয়াবা ট্যাবলেট ও মাদক ব্যবসায়ী হেলাল উদ্দিনকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ জোন কোস্টগার্ড।