তজুমদ্দিনে আড়ালিয়া মাদ্রাসায় বিশৃংখলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
ভোলায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ শুরু
“পরিবার পরিকল্পনা সেবা গ্রহন করি, কৈশরকালীন মাতৃত্ব রোধ করি” এ স্লোগানকে সামনে রেখে ভোলায় ৬ দিন ব্যাপী পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ শুরু হয়েছে। ৭ ডিসেম্বর সকাল ১০ টায় ভোলা সদরের মা ও শিশু কল্যান কেন্দ্রে এ সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা ভোলা এর উপ-পরিচালক মাহমুদুল হক আযাদ, পরিবার পরিকল্পনা ভোলা এর সহকারী পরিচালক ডা: লুৎফর রহমান সেলিম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, মেডিকেল অফিসার ডা: পারভীন বেগম, ডা: আফরোজা বেগম, পৌরসভার এফপিআই মশিউর রহমান, টিএফপিআই মোহাম্মদ নিয়াজ মোরশেদ, হিসাব রক্ষক মো: জসিম উদ্দিন প্রমুখ।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের প্রতিটি অঞ্চলে নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষেই ভোলায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ কার্যক্রম শুরু হয়েছে। দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার।