দৌলতখানে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই: ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে অগ্নিকাণ্ডে হাবিবুল্লাহ নামে এক জেলের একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে । এসময় স্থানীয়রা রাতভর চেষ্টা চালিয়ে ও আগুন নিয়ন্ত্রনে আনতে পারেনি।
গতকাল শুক্রবার রাত একটায় ভবানীপুর ইউনিয়ন এর ১ নং ওয়ার্ডে ভেরিবাধঁ এর নিছনে হাবিবুল্লার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত হাবিবুল্লাহ জানান গতকাল দিবাগত রাত একটায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করেছেন । পরে মুহুর্তেই আগুনের লেলিহান শিখায় চারদিকে ছড়িয়ে পড়লে বসতঘরটি সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এসময় ঘরের মধ্যে থাকা স্বর্ণালংকার মোবাইল ফোন সহ প্রয়োজনীয় কাগজপত্র ব্যবহারিত কাপড়চোপড় সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে তাদের প্রায় ৪ লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে বলে ধারণা করেছেন ঘর মালিক হাবিবুল্লাহ
তিনি জানান সরকারিভাবে কোনো সাহায্য সহযোগিতা না পেলে খোলা আকাশের নিচে জীবন যাপন করা ছাড়া আমাদের কোন উপায় নেই তিনি বলেন ফায়ার সার্ভিসের গাড়ি ভেরিবাধ এর নিছনে আসতে পারবেনা বলে ফায়ার সার্ভিসকে জানানো হয়নি
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ভবানীপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম নবী নবু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ফায়ারম্যান আমিনুল ইসলাম জানান এই বিষয়ে আমাদেরকে কেউ জানায়নি