বৈরী আবহাওয়ার কারণে ভোলার বেতুয়া-মনপুরাসহ উপকূলীয় অঞ্চলে নৌযান চলাচল বন্ধ
ভোলায় ফ্যামিলি প্লানিং ফিল্ড সার্ভিসেস স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ শুরু
ভোলায় ফ্যামিলি প্লানিং ফিল্ড সার্ভিসেস ডেলিভারি এর আওতায় নব নিয়োগকৃত স্বেস্ছাসেবীদের মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। ৫ ডিসেম্বর বৃহস্পতিবার ভোলা শহরের হোটেল প্যাপিলন এর কনভেনশন সেন্টারে সাত দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যুগ্ম সচিব, পরিচালক (অর্থ) ও লাইন ডাইরেক্টর, এফপি- ফএসডি ডা: মোঃ সারোয়ার বারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মাহমুদুল হক আযাদ।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন দেশের প্রতিটি অঞ্চলে নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে লইে ফ্যামিলি প্লানিং সার্ভিসেস ডেলিভারি কার্যক্রম শুরু হয়েছে। তিন বছর ধরে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীরা এ কার্যক্রম পরিচালনা করবেন। দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। অনুষ্ঠানে আরে উপস্থিত ছিলেন টিএফটি মোহাম্মদ নিযয়াজ মোরশেদ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পৌরসভার এফপিআই মশিউর রহমান প্রমুখ।