জননেত্রী শেখ হাসিনার সরকার কৃষকের ভাগ্য পরিবর্তনে নিরলস কাজ করছে-এমপি শাওন
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার যখনই দেশ পরিচালনার দায়িত্বে আসীন হচ্ছেন তখনই কৃষকের ভাগ্য পরিবর্তনে নিরলস কাজ করছে। একসময়ের হতদরিদ্র দেশ জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের মর্যাদা লাভ করেছে।
শুক্রবার(৬ ডিসেম্বর) সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষকের মাঝে বীজ সার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথী এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এ কথা বলেন। উপজেলা নির্বাহি অফিসার হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মাছুমা বেগমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।